সারাদেশ

করোনা আরও খারাপ আকার ধারণ করবে : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক ভার্চ্যুয়াল সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

তিনি বলেন, ‘করোনা বর্তমানে গণমানুষের এক নম্বর শত্রু। তারপরও এটা আমলে নিয়ে অনেক দেশ সঠিক পথে হাঁটছে না। যদি করোনার সংক্রমণ-রোধে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে এই মহামারি সামনে এগিয়ে যেতে থাকবে এবং আরও বাজে রূপ ধারণ করবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘পুরোনো দিনের মতো সেই স্বাভাবিক অবস্থা সূদুর ভবিষ্যতে আর ফিরে না আসার আশঙ্কা রয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়।’

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।

গত রোববার বিশ্বে নতুন আক্রান্ত ২ লাখ ৩০ হাজার জনের মধ্যে ৮০ শতাংশ সংক্রমণ ঘটেছে ১০টি দেশে। আর ৫০ শতাংশ ভাইরাস সংক্রমণ ঘটেছে মাত্র দুটি দেশে। সবেচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা দেশ দুটি হচ্ছে- যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

Comment here

Facebook Share