নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে সারা দেশে আওয়ামী লীগ হ্যান্ডবিল বিলি করবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশ্বের ১০০টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত।’
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা হ্যান্ডবিল বিভিন্ন জেলা পর্যায়েও পাঠাচ্ছি। আমরা তৃণমূল পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইন চালিয়ে যেতে চাই।’
তিনি বলেন, ‘আমরা ডেঙ্গু প্রতিরোধে যেমন সতর্কতামূলক কর্মসূচি নিয়েছিলাম, তেমনি এ ভয়ংকর করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা দেশের জনগণকে সতর্ক করতে কর্মসূচি নিয়েছি।’
বিএনপি এই ভাইরাস নিয়ে ‘রাজনীতি করছে’ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতি করার কিছু নেই বলে তারা সব বিষয় নিয়ে রাজনীতি করে। তাদের একটাই উদ্দেশ্য, ক্ষমতায় গিয়ে লুটপাট করা।’
করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ‘সর্বাত্মক ব্যবস্থা’ নেওয়া হয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ইতিমধ্যে ইতালি ফেরত প্রবাসী বাঙালি (যারা আক্রান্ত হয়েছিলেন)…আপনারা শুনেছেন তারা সুস্থ হয়ে গেছেন। কাজেই আমাদের দেশে এই সংখ্যাটি এখনো সেভাবে আসেনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘কিন্তু আমাদের সতর্কতা আছে, যাতে এই সংকট আমাদের এখানে সেভাবে তৈরি না হয়। আমাদের দেশে যাতে এই রোগটি বিস্তৃত হতে না পারে, সেজন্য যে সকলের সচেতনতা দরকার।’
Comment here