করোনা শেষ হয়েছে কোনো দেশ বলতে পারে না : ডব্লিউএইচও - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনা শেষ হয়েছে কোনো দেশ বলতে পারে না : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মতো মহামারির প্রকোপ শেষ হয়েছে-কোনো দেশই এমনটা বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস। এর সংক্রমণ রোধে বিধিনিষেধগুলো জারি রাখতে আক্রান্ত দেশগুলোর সরকার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান গেব্রেয়াসুস। এ সময় ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি। আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।’

টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘মহামারি এই ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে কোনো দেশই আগাম এমনটা বলতে পারে না। বাস্তবতা হলো, ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’

Comment here