বিনোদন

কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা ঢাকায় আসছেন

বিনোদন প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ রোববার রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

দৈনিক মুক্ত আওয়াজঅনলাইনকে তিনি জানান, রাতের একটি ফ্লাইটে ঋতুপর্ণার ঢাকায় আসার কথা। সব ঠিক থাকলে ঢাকায় এসে তিনি অংশ নিবেন ‘জ্যাম’ ছবির শুটিংয়ে।

এদিকে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ছবির শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। আর চিত্রনায়ক ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে।

আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ ছবির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও প্রযোজনায় ফিরছে চিত্রনায়ক মান্নার হাতে গড়া প্রতিষ্ঠান কৃতাঞ্জলী।

Comment here

Facebook Share