জাতীয়

কসবা ট্রেন দুর্ঘটনা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ads

 

এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে দুটি রিলিফ ক্রেন। এখনও বগির নিচে অনেকে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন রেল সচিব।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Comment here

Facebook Share