কাদেরের মুখে সারাক্ষণ বিএনপি কেন, প্রশ্ন ফখরুলের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

কাদেরের মুখে সারাক্ষণ বিএনপি কেন, প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সংকটে পড়লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাক্ষণ সেই দলেরই নাম কেন নেন, এমন প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ প্রশ্ন তোলেন।

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যেকদিন কথা বলেন এবং তিনি অত্যন্ত সুবেশী মানুষ। চমৎকার একটা ঘরের মধ্যে, চমৎকার একটা আসনের মধ্যে খুব সুন্দর করে কথা বলেন। একটাই বক্তব্য, প্রতিপাদ্য একটাই যে, বিএনপির এই নাই, বিএনপির ওই নাই-এসব বলছেন। বিএনপি তো উনাদের কাছে নাই, উনারা বলছেন বিএনপি নাকি সংকটে পড়েছে, বিএনপিতে অন্ধকার। তাহলে মুখে সারাক্ষণ বিএনপি কেন? আমার প্রশ্ন ওই জায়গায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনার (কাদের) মুখে এত আলোচনা কেন বিএনপির? কারণ আপনারা জানেন যে, বিএনপি হচ্ছে একমাত্র দল, যে রাজনৈতিক দলটি গণতন্ত্র আনতে পারে, অবস্থার পরিবর্তন করতে পারে। আপনারা যে নৈরাজ্য সৃষ্টি করেছেন তার অবসান করতে পারে।’

 

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে ফখরুল বলেন, ‘আপনাদেরকে অনুরোধ করব, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, আমরা নিজেরা পরস্পর পরস্পরকে বোঝার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করি। সেই সাথে সমস্ত মানুষকে যেন একখানে আনতে পারি, সমস্ত রাজনৈতিক দলগুলোকে যেন একখানে আনতে পারি। তাদের সঙ্গে নিয়ে গনতন্ত্রের যে আন্দোলন সেটাকে তীব্র থেকে তীব্রতর করে যেন এই দানব আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারি, তাহলেই কিন্তু হবে তরিকুল ইসলামের আত্মার প্রতি পূর্ণ মর্যাদা।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আসুন আজকে আমাদের নেত্রী অন্তরীণ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারের মিথ্যা মামলার কারণে নির্বাসিত হয়ে আছেন, আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে আছে-একটা দুঃসহ অবস্থা। সেখান থেকে উত্তরণে জন্য আমরাদের এখন একমাত্র প্রয়োজন হচ্ছে ঐক্য ঐক্য ঐক্য এবং জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমরা অবশ্যই এই দানবীয় সরকারকে পরাজিত করতে সক্ষম হবো এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারব ইনশাল্লাহ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ এই স্মরণসভা হয়। ২০১৮ সালের ৪ নভেম্বর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী ও সাংসদ তরিকুল ইসলাম। গতকাল বুধবার যশোরে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ, কুলখানিসহ দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ করেছেন দলের নেতাকর্মী-সমর্থকরা।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মশিউর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, অমলেন্দু দাস অপু, অঙ্গসংগঠনের মোস্তাফিজরুর রহমান, আবদুল কালাম আজাদ, হাফিজুর রহমান, আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

 

Comment here