কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ডা. মুরাদ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন তিনি। রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে তার টিকিট বুকিং ছিল। শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। তিনি বলেন, ‘মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই।’

সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে হুমকি ও আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে আনার ধমকি দেন।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

 

Comment here