নিজস্ব প্রতিবেদক : পাবনার আতাইকুলা থানা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে মধুপুর গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আতাইকুলা থানা এলাকার ভবানীপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও মধুপুর গ্রামের বাবু হোসেন (৫০)।
আহতরা হলেন-শরিফউদ্দিন, আবদুল লতিফ ও নাজির হোসেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত লোকজনের সবাই মিনি ট্রাকে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস পাবনা স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া।
তিনি জানান, হতাহত ব্যক্তিরা দৈনিক পণ্য কেনাবেচা করতেন। আজ সকালে তারা পণ্য কেনার জন্য মিনি ট্রাকে করে পাবনা সদর উপজেলার একটি বাজারে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল হামিদ মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাবু হোসেন মারা যান।
Comment here