কিশোরগঞ্জ শিশু অধিকার সপ্তাহের শোভাযাত্রা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কিশোরগঞ্জ শিশু অধিকার সপ্তাহের শোভাযাত্রা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ জয়নাল উদ্দীন   : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) এই শোভাযাত্রা করা হয়।

সকালে শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় জেলা শিশু বিষয় কর্মকর্তা তায়েফা হাছিনা, বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস খালেদা ইসলাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, সহকারি অধ্যাপক সামিউল হক মোল্লা, কবি বাঁধন রায়, সংস্কৃতিকর্মী জিয়াউর রহমান, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃত্ব দেন।

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর শিশুরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে।

Comment here