কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে যমজ পাঁচ সন্তানের জন্ম, সবাই সুস্থ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে যমজ পাঁচ সন্তানের জন্ম, সবাই সুস্থ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। আজ বুধবার দুপুরে কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে যমজ পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

প্রসূতি ওই মায়ের নাম শারমিন আক্তার। তিনি লাকসামের উত্তরদা মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী। ওই পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। বর্তমানে সব সন্তানসহ মা সুস্থ আছেন।

লাকসাম জেনারেল হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস বলেন, আজ সকালে ওই নারীর প্রসববেদনা ওঠে। তিনি হাসপাতালে ভর্তি হন। গাইনি বিশেষজ্ঞ লতিফা আক্তারের তত্ত্বাবধানে দুপুরে ওই নারী কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একে একে পাঁচ সন্তানের জন্ম দেন।

নবজাতকদের বাবা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান মারা গেছে। বর্তমানে পাঁচ সন্তান হওয়ায় তিনি মহাখুশি। সবার কাছে নবজাতক ও মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

Comment here