সারাদেশ

কুমিল্লায় ট্রলারডুবে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা),ও,দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

মারা যাওয়া তিনজন হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার মেয়ের দুই নাতনি আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। এ ছাড়া আরেক নাতনি তামান্না আক্তার (৫) নিখোঁজ রয়েছে। ট্রলারটি ডুবে গেলে নদীর পাড়ের পুরান বাটেরা গ্রামের লোকজন ১৩ যাত্রীকে উদ্ধার করে হাসাপতালে নিলে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

আক্তার হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রলারটি দাউদকান্দির হাসনাবাদ থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির গ্রামে যাওয়ার সময় কাঁঠালিয়া নদীর অংশে পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এতে অতিরিক্ত যাত্রী ছিল।

চরকাঁঠালিয়া এলাকাটি বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়েছে বলে জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

 

Comment here

Facebook Share