কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাংকে  আল আমিন (২৫) ও সুজন(৩২) নামে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে  জানা যায়, শুক্রবার (১২ জুন)সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। এসময় শ্রমিক আল আমিন ট্যাংকের গর্তে নামেন। বেশ কিছুক্ষন তার সাড়া না পাওয়ায়  ওই এলাকার সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। বেশ কিছুক্ষন তাদের দুজনের সাড়া না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টীম লিডার শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি। সেফটিক ট্যাংকে বিষক্রিয়া তাদের দুজনের মৃত্যু হতে পারে বলে জানান তিনি।

Comment here