সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাদকবিরোধী পৃথক অভিযানে ফুলবাড়িতে ২০ পিস ইস্কাপ বোতল ও রৌমারীতে ২’শ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এতে ফুলবাড়িতে আটক ১ ও রৌমারীতে আটক ৫।
জানা গেছে,শনিবার (১৬ মে) ফুলবাড়ি থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে শ্যামপুর এলাকার মাদকব্যবসায়ী শাহ আলমকে ২০ পিস ইস্কাপ বোতলসহ আটক করে। ভারতে তৈরি এ সিরাপ ফেনসিডিলের পরিবর্তে নেশা হিসেবে ব্যবহারের কথা জানা যায়। এ পণ্য দেশে তৈরি ও বিপণন এবং আমদানি নিষিদ্ধ ।
ফুলবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, মাননীয় পুলিশ সুপার কুড়িগ্রাম এর নির্দেশে ফুলবাড়ি থানা কর্তৃক এই বৃষ্টি ভেজা রাতে অভিযান চালিয়ে শ্যামপুর গ্রামের মাদক বিক্রেতা শাহ আলম কে ২০ বোতল ইস্কাপ(মাদক) সহ গ্রেফতার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
অপরদিকে জেলার রৌমারী থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী কর্তিমারি এলাকায় মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও মাদকসেবি হালিমা খাতুন সহ তার ৪ সহযোগিকে ২’শ পিস ইয়াবাসহ আটক করেছে। হালিমা খাতুন নিজে মাদক সেবন করার পাশাপাশি এলাকার যুবকদের মাদকে আসক্তি করানোর অভিযোগ পাওয়া গেছে। কর্তিমারি এলাকার মৃত আতাউর রহমানের স্ত্রী হালিমা বেগম, একই এলাকার হাফিজুর রহমান,আজিজ মিয়া, মাহাবুবার রহমান ও খুলনার আসমা বেগম কে সহযোগি হিসেবে মাদক সহ আটক করে পুলিশ।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু মো. দিলওয়ার ইনাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, যারা ভেবেছিলো পুলিশ করোনা সংকট মোকাবেলায় ব্যস্ত তাদের জন্য সুখবর কারণ তাদের জন্য এমন ঘটনা অপেক্ষা করছে। করোনা ভাইরাস সংকট নিয়ে পুলিশ নিরলস পরিশ্রম করার পরও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
Comment here