কুড়িগ্রামে সাংবাদিকদের দেশবন্ধু গ্রুপের উদ্যোগে পিপিই উপকরণ বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রামে সাংবাদিকদের দেশবন্ধু গ্রুপের উদ্যোগে পিপিই উপকরণ বিতরণ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে  করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তার কথা বিবেচনা করে দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই উপকরণ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল)সকালে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা’র পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে এসব পিপিই উপকরণ গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

Comment here