কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধে জীবানুনাশক টানেল উদ্বোধন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধে জীবানুনাশক টানেল উদ্বোধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কুড়িগ্রামের একঝাক উদ্যোমী যুবক ফেসবুক গ্রুপ ‘করোনা আপডেট কুড়িগ্রাম’ এর আর্থিক সহযোগিতায় এ টানেল নির্মাণ করা হয়।

রবিবার (৭জুন) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের করোনা আইসোলেশনের পৃথক ইউনিটের গেটে টানেল’র উদ্বোধন করেন ২কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য ও ফেসবুক গ্রুপ করোনা আপডেটের কুড়িগ্রামের বিপাশা রহমান, নিলয় এম রেদওয়ান, হাসনাত কানন, জাহিদুল ইসলাম জীবন, শফিকুননবী বায়জিদ, হৃদয় বিশ্বাস, ইসরাক চৌধুরী স্বচ্ছ প্রমুখ।

Comment here