কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়।
মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর জানান, গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী’র পরিচয়ে এক তরুণ ও তরুণী হলিডে ইন নামক আবাসিক হোটেলের ১০৮ নম্বর কক্ষে ওঠেন। এ সময় হোটেল রেজিস্ট্রারে ওই তরুণ নিজেকে রাজ্জাক (২৫), পিতা মো. হানিফ সরদার ও মাতা মোসা. লায়লা বেগম, ডাকঘর ও থানা বুড়িহাট, জেলা কেশবপুর উল্লেখ করেন। তবে বাস্তবে এ ঠিকানার অস্তিত্ব নেই। এ ছাড়া রাজ্জাকের সঙ্গী ইশিতা বেগম ওরফে জিন্নাত (১৮) নাম উল্লেখ থাকলেও তার অন্য কোনো তথ্য রাখা হয়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার, বয়সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাতের যে কোনো সময় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।
তিনি জানান, লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comment here