সমগ্র বাংলাসিলেট

কুয়াশায় শাহজালাল-শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় বিমানের কয়েকটি ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। পরে সাময়িক বন্ধ ঘোষণা করা হয় বিমান চলাচল।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো ফ্লাইট ছেড়ে আসেনি। আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছিল। আশা করছি, কিছু সময়ের মধ্যে সেগুলো অবতরণ করবে।

ঘন কুয়াশা সঙ্গে তীব্র শীতের কারণে সারা দেশের মানুষ অনেক কষ্টে রয়েছেন। আবহাওয়াবিদরা বলছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে আরও এক-দুদিন সময় লাগবে।

Comment here

Facebook Share