খুলনাশিক্ষাঙ্গনসমগ্র বাংলা

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কুয়েট প্রশাসন।

ads

একই সঙ্গে আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল আলম জানান, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে কুয়েট বন্ধ ঘোষণা করা হয়।’

এদিকে এ ঘটনায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তেজনা দেখা দিলে রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন।

Comment here

Facebook Share