সারাদেশ

কৃষককে পিটিয়ে রক্তাক্ত করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুর উপজেলায় কৃষককে নির্যাতনে ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেপ্তার আব্দুস সাত্তার লালপুরের ৯ নম্বর অর্জুনপুর বরমহাটি (এবি) ইউপি চেয়ারম্যান। আর নির্যাতনের শিকার ওই কৃষকের নাম শহিদুল ইসলাম (৫৫)। তিনি একই ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতিতে কৃষক শহিদুল ইসলাম কষ্টে দিন কাটাচ্ছিলেন। মেলেনি ত্রাণ সহায়তা। এ অবস্থায় তিনি লোকের মুখে শুনে ফোন করেন সরকার প্রদত্ত জরুরি সার্ভিস ৩৩৩ নম্বরে। তিনি প্রশাসনের কাছে ত্রাণ সহায়তা চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ১২ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদারকে দিয়ে ডেকে নেন কৃষক শহিদুল ইসলামকে। ইউনিয়ন পরিষদে নিয়ে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত করা হয়।

এ ঘটানয় বুধবার কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজা ও মো. রুবেল নামে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘বুধবার অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্ত চেয়্যারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযুক্ত চেয়ারম্যানসহ সকলে পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযানের ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে চেয়ারম্যানকে ঈশ্বরদী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Comment here

Facebook Share