কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিল এর সঙ্গী আর্জেন্টিনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
খেলাধুলাফুটবল

কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিল এর সঙ্গী আর্জেন্টিনা

 মাহিন সাইফ: কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। জয়ের শতভাগ রেকর্ডটা আরও একবার অক্ষুন্ন রাখল তারা। মারকানায় কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ (শুক্রবার রাতে) জিতেছে মেসিরা, নাম লিখিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

এ নিয়ে কোপা আমেরিকায় ছয়বারের দেখায় প্রতিবারই ভেনেজুয়েলাকে হারানোর কৃতিত্ব দেখাল আলবিলেস্তেরা। খেলার 10 মিন এর মধ্যে গোল জালে জড়ায় ভেনেজুয়েলার। গোল খেয়েই যেনো তাদের হুশ ফেরে। এর পর থেকে আক্রমন পালটা আক্রমনে খেলা চলছিলো। ভেনেজুয়েলা অনেক গুলো চান্স ক্রিয়েট করলে ও গোল এর দেখা পায় নি।

অতঃপর লে সেলসোর গোলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মাঠে বল দখন প্রথম এবং দ্বিতীয় আর্ধে ভেনেজুয়েলার বেশি থাকলেও অন্যান্য সব দিক দিয়ে আর্জেন্টিনা এগিয়ে ছিলো। এই জয় নিয়ে সেমি ফাইনালে চির প্রতিদন্ধি ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।।

Comment here