সারাদেশ

কোয়ারেন্টিনে থাকা আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজনের শরীরে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, ‘গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন।’

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

গত ৮ মার্চ দেশে প্রথম করেনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তবে প্রথমধাপে আক্রান্তদের তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

Comment here

Facebook Share