নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বন্তেঘরি মহল্লায় কোরবানি দেওয়ার সামর্থ নেই এমন ৩০টি দুস্থ পরিবারকে গরু কিনে দিয়েছেন মেয়র তৌহিদুর রহমান মানিক। ঈদের আনন্দে এ সকল পরিবারের সবাই যাতে সামিল হতে পারে, এ জন্য তিনি এই আয়োজন করেছেন।
আগামী সোমবার মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেদিন গরু কোরবানি করে দুস্থ পরিবারের সবাই সমানভাবে ভাগ করে নেবেন।
আজ শনিবার দুপুরে মেয়র মানিকের পক্ষে তার ভাতিজা রেদোয়ান সরকার গরুটি তুলে দেন ওই সব পরিবারের সদস্যদের হাতে।
এ ব্যাপারে কথা হলে মেয়র তৌহিদুর রহমান মানিক দৈনিক মুক্ত আওয়াজ কে বলেন, সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ। পৌর এলাকার গরিব দুঃখীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এ জন্য তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে কোরবানি পশু কিনে দেওয়া হয়েছে।
Comment here