কোরোনা ভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতিতে দ্রব্যমূল্যর উর্ধগতি ঠেকাতে কঠোর ব্যবস্থা -এমপি শাওন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কোরোনা ভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতিতে দ্রব্যমূল্যর উর্ধগতি ঠেকাতে কঠোর ব্যবস্থা -এমপি শাওন

(তানজিলঃ-ভোলা জেলা প্রতিনিধি):- করোনা ভাইরাসে সৃষ্ট কঠিন পরিস্থিতিকে পুঁজি করে নিজ স্বার্থে দেশে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার প্রমানে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনায় সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথী এমপি শাওন বলেন, বর্তমানে দুনিয়া জুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার ফলে পরিস্থিতি নিরসনে যেখানে ব্যস্ত দেশ পরিচালনাকারীগন সেখানে এক শ্রেনির অসাধু সিন্ডিকেট নিজেদের লোভের মোহে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ উঠছে। আমরা দৃঢ়তার সাথে বলছি, করোনা পরিস্থিতির মধ্যে কোন প্রকার কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মানুষকে জিম্মির প্রমানে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় প্রধান অতিথী করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে সচেতনতা অবলম্বনের আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান,বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সফল সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Comment here