ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ে বহিষ্কার হলেন ছাত্রলীগ নেতা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ে বহিষ্কার হলেন ছাত্রলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের ক্যানটিনের মালিককে মারধর করায় হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে গতকাল সোমবার হলের ক্যানটিনের মালিক ফাহিম হোসেনকে মারধর করেন ওই ছাত্রলীগ নেতা। এ সময় ক্যানটিন মালিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন তিনি।

এ বিষয়ে অভিযোগপত্র পাওয়ার কথা গতকাল জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়া। তিনি বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comment here