খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে দলটি। আজ শনিবার দুপুর ২টা থেকে সমাবেশটি শুরু হয়।

সকাল থেকেই ঢাকাসহ আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে সমাবেশস্থলে। খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে দলটি।

গত ৪ ফেব্রুয়ারি দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে অনুযায়ী গতকাল শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

আর আজ নয়াপল্টনের পাশাপাশি সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Comment here