নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। তবে ফিরে যাওয়ার আগে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান তারা।
উপস্থিত সাংবাদিকরা এ সময় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে তিনি কোনো কথা বলেননি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শামীম ইস্কান্দারসহ এদিন দেখা করেন তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার এবং তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগনে শাহরিয়া হক।
এর আগে গতকাল বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর আবেদন করে খালেদা জিয়ার পরিবার।
পুরান ঢাকার কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। গত বছরের এপ্রিল থেকে অসুস্থতার জন্য খালেদা জিয়া বিএসএমএইউতে চিকিৎসাধীন রয়েছেন।
Comment here