খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো চেষ্টাই করছে না বিএনপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো চেষ্টাই করছে না বিএনপি

খালেদা জিয়াকে দাবার গুটি বানিয়ে ইচ্ছে করে বিএনপি কারাগারে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। তার মুক্তির জন্য তারা কোনো চেষ্টাই করছে না বলেও তিনি মন্তব্য করেন।

advertisement

আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তার কালুনগর এলাকায় একটি নতুন রাস্তার আরসিসি ঢালাই ও প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কামরুল ইসলাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আদালত। আদালতের কাছে বারবার জামিনের আবেদন করুক অথবা রাষ্ট্রপতির কাছে সাজা বাতিল করার জন্য আবেদন করুক। তারা কিছুই না করে খালেদা জিয়াকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। ৭৭ বছরের একজন বয়স্ক নারীর সঙ্গে এরকম অমানবিক আচরণের জবাব তাদের একদিন দিতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া রাজনীতি করবে কি না, এটা আদালতের বিষয়। তবে  জামিনের জন্য আবেদনে খালেদা জিয়ার বড় বোন উল্লেখ করেছিল তিনি চরম অসুস্থ ও অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে। তাই আদালত মানবিক দিক বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দিয়েছেন। তিনি রাজনীতি কীভাবে করবেন, শারীরিক অবস্থার উন্নতি হলে তো তাকে পুনরায় আবার জেলে যেতে হবে।’

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে এতে মানুষের খুবই কষ্ট হচ্ছে বলে স্বীকার করে কামরুল ইসলাম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। বিভিন্ন উন্নত দেশে বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে সে তুলনায় বাংলাদেশে আমরা অনেক ভালো অবস্থানে আছি। বর্তমানে এই সংকট উত্তরণে শেখ হাসিনা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমি নৌকায় ভোট চাই না। আওয়ামী লীগের উন্নয়ন দেখে যদি আপনাদের বিবেক বলে তাহলেই নৌকায় ভোট দেবেন।’

কেরানীগঞ্জে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। ছবি: আমাদের সময়

 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে এ বছর, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। অযথা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে আর কখনো হবে না। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি বেহায়া, তারা নির্যাতনের কথা ভুলে আবারও তত্ত্বাবধায়ক সরকার চায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি শফিউদ্দিন বারকু প্রমুখ।

Comment here