নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আজ সোমবার বিকেল ৬টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে খালেদা জিয়াকে দেখতে তার বাসভবনে যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আ. শাকুর, ডা. মোহাম্মদ আল মামুন ও ডা. এফ এম সিদ্দিকী। পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন চিকিৎসকরা।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘এখন পর্যন্ত উনি সবদিক দিয়ে ভালো আছেন। তিনি খুব স্পিরিটেড আছেন। উনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। অবস্থা খুবই স্থিতিশীল। আমরা আশা করছি এইভাবে যদি আরও এক সপ্তাহ পার হওয়া যায়, তবে আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।’
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা তিন-চারজন ছিলাম। উনি আমার সামনে এসে বসেছেন। আমরা তার পরীক্ষার জন্য যেইভাবে যা যা দেখা দরকার, পরীক্ষা করছি। আমার প্রতিদিন খুব নিবিড়ভাবে ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। প্রতিরাতে পর্যবেক্ষণ রিভিউ করছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, ‘আমরা দেখতে পাইছি, উনি এখন পর্যন্ত খুব ভালো আছেন। টেম্পারেচার নেই, উনার খাওয়ার রুচি ঠিক আছে, ঘ্রাণ পাচ্ছেন, স্বাভাবিক চলাফেরা উনার ব্যাহত হয় নাই।’
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘করোনার সেকেন্ড উইক খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা উনার সমস্ত বায়োকেমিকেল টেস্ট রিভিউ করছি। এভরি ৪৮ হাওয়ার বায়োকেমিকেল টেস্ট করব। আমরা যদি বুঝতে পারি, উনার তাৎক্ষণিক বিষেশভাবে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে নেব। সেই ভাবে আমরা প্রস্তুত আছি। চিকিৎসা চালিয়ে যাব। আমরা টিমওয়ার্ক হিসেবে চিকিৎসা করছি। কোথাও কোনো গ্যাপ, কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। ’
খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘সবাই (খালেদা জিয়ার বাসভবনে) কোভিড পজিটিভ। প্রত্যেককে চিৎিসা দেওয়া হচ্ছে। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সবাইকে চিকিৎসা করা হচ্ছে। ম্যাডাম নিজেও ওরা ওষুধ খাচ্ছে কি না সেটাও তদারকি করছেন।’
Comment here