নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়াপরপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান আরও জানিয়েছেন, আজ শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৭ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। সাবেক এ প্রধানমন্ত্রীর ঠাঁই হয় ঢাকার পুরাতন কারাগারে। নানাবিধ শারীরিক জটিলতার কারণে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
Comment here