নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে রাখাকে নিছক আটক করে রাখা নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রটি হচ্ছে-বাংলাদেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র।’
আজ বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্টমঞ্চে বিজয় দিবসের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘দেশে এখন মানুষের রাজনৈতিক অধিকার নেই। কারণ, তাকে (খালেদা জিয়া) যদি বাইরে রাখে তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে তারা দেশনেত্রীকে আটক করে রেখেছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, দেশনেত্রীকে মুক্ত করা হবে-আজকে এই বিজয় দিবসের আলোচনায় এই হোক আমাদের শপথ।’
‘ভারতের এনআরসি ও হিন্দু সম্পত্তি ’
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চিন্তিত। ভারত এনআরসির মাধ্যমে বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে। মেরুদণ্ডহীন এই সরকার কোনো প্রতিবাদ করতে পারছে না।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এনআরসি নিয়ে সারা ভারতে তোলপাড়। কিন্তু আমরা (বাংলাদেশ) চুপচাপ। সরকার বলছে, এনআরসি ভারতের অভ্যন্তরীন ব্যাপার, কাশ্মির, গঙ্গা ও তিস্তার পানি দেবে না-সেটাও তাদের অভ্যন্তরীন ব্যাপার। সব বিষয় অভ্যন্তরীন ব্যাপার হয় না। কোনো দেশের কোনো সিদ্ধান্ত যদি অপর দেশকে আঘাত করে, তার জাতীয় স্বার্থহানি করে, তখন সেটা অভ্যন্তরীন ব্যাপার বলে ধামাচাপা দেয়ার সুযোগ থাকে না। ভারতের এনআরসির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ভারতকে শত্রু মনে করি না। কিন্তু তাদের কথা বার্তায় মনে হয় তারা আমাদের শত্রু মনে করে। তারা বাংলাদেশের শত্রু, শুধু আওয়ামী লীগের বন্ধু।’
‘দলের শৃঙ্খলা নেই’
মির্জা আব্বাস বলেন, ‘আজকে বক্তার সংখ্যা অনেক। প্রবীন নেতারা বলছিলেন, আমাদের জুনিয়র নেতারা প্রতিযোগিতা করে সমানে বক্তৃতা দিলেন, এখন সিনিয়র নেতারা বক্তৃতা দেওয়ার সময় পাচ্ছেন না। আজ নয়াপল্টনে (বুধবার বিজয় দিবসের র্যালির আগে) আমরা একটা পরীক্ষা করেছিলাম। মহাসচিব ও স্থায়ী কমিটির নেতারা একটা পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষায়ও জুনিয়র নেতৃবৃন্দ ফেল করেছেন। খেয়াল করেছেন নিশ্চয়ই আজ ট্রাকের ওপরে (নয়াপল্টনের অস্থায়ী মঞ্চ) ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা নিচে দাঁড়িয়ে আছি। বেয়াদবির একটা সীমা থাকা দরকার।’
Comment here