বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোজা রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন। অবশ্যই ভালো আছেন, কারণ হাসপাতাল থেকে এখনও বলেনি তিনি খারাপ আছেন। যে রোগে তিনি ভুগছেন সেগুলো তার পুরানো রোগ। সেগুলোর চিকিৎসাও চলছে।’
বিএনপি চেয়ারপারসন কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তার অস্বাভাবিক কিছু হয়নি। কারাগারের চেয়ে আরও ভালো সেবা যাতে পান সেজন্যেই তাকে হাসপাতালে রাখা হয়েছে।’
রমজানে খালেদা জিয়া রোজা রাখছেন কি না জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি রোজা রাখছেন। ব্লাড প্রেসার, ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন। আগে ইনসুলিন নিতেন এখনও ইনসুনিল নিচ্ছেন। এখন ডায়াবেটিস কনট্রোলে আছে। এখন তার শরীর মোটামুটি ভালো আছে বলেই আমরা খবর পেয়েছি। খবর পেয়েছি, তিনি আগের চেয়ে অনেক সুস্থ।
Comment here