খেলাপি ঋণ কমেছে ১৭ হাজার ৭৩৭ কোটি টাকা : অর্থমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খেলাপি ঋণ কমেছে ১৭ হাজার ৭৩৭ কোটি টাকা : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ১৭ হাজার ৭৩৭ কোটি টাকা। আজ সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়মকানুন শিথিল করায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৪০ দশমিক ৪৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে এ সংক্রান্ত বেশ কিছু নীতিমালা শিথিল করেছে।’

২০১৯ সালে খেলাপিদের জন্য দুই শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার মাধ্যমে শ্রেণিকৃত ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। এতে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে আসে।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক গত বছর বিদ্যমান ঋণের শ্রেণিমান পরিবর্তন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল।’

১০০ কোটি টাকার উপরে খেলাপি ঋণ থাকা ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ে ব্যাংকগুলোকে মনিটরিং সেলও গঠন করতে বলা হয়েছে নলে জানান আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ৯৮২ জন।

 

Comment here