নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কুলখানি আজ শুক্রবার। খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে দোয়া অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইশরাক হোসেন লিখেন, ‘শুক্রবার ১৫ তারিখ আমার বাবা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জন্য দোয়া মাহফিল এর দিন নির্ধারণ করা হয়েছে। গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন মাঠে বাদ আসর আনুমানিক বিকেল সাড়ে ৪টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।’
এর আগে গত রোববার সাদেক হোসেন খোকার কুলখানি হওয়ার কথা ছিল। পরে ছেলে ইশরাক হোসেন জানান, বৈরী আবহাওয়ার সংকেত পাওয়ায় রোববারের পরিবর্তে আগামী শুক্রবার (আজ) বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গত সোমবার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকা। তার মরদেহ দেশে ফেরানোর পর গত বৃহস্পতিবার চার দফা জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয় তাকে।
Comment here