জাতীয়

গবেষণায় গুরুত্ব দিয়েই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গবেষণার ফলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। যত বেশি গবেষণা হবে দেশ তত উন্নত হবে। গবেষণায় গুরুত্ব দিয়েই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি’। বৃহস্পতিবার (৫ মার্চ) এনএসটি ফেলোশিপ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণা করলেই হবে না। গবেষণার ফলাফল দেখে কাকে কোন কাজে লাগালে দেশের উন্নয়ন হবে তাও নির্ধারণ করতে হবে। আমরা যখন হাইব্রিড ধানের উৎপাদন শুরু করি তখন অনেকেই বাধা দিয়েছেন। আমরা কারো বাঁধা না শুনে কাজ শুরু করি। যার কারণে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

Comment here

Facebook Share