গাইবান্ধায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী বাংলাদেশ-ভারতের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গাইবান্ধায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী বাংলাদেশ-ভারতের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী বাংলাদেশ-ভারতের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী ‘সম্প্রীতির সুষমা’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঢাকাস্থ চারুশিল্পীদের সংগঠন ‘চিত্রকল্প’ এর আয়োজনে ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ও ভারতের ২০ চিত্রশিল্পীর অংশগ্রহণে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
চিত্রশিল্পী শাহ্ মাইনুল ইসলাম শিল্পুর সভাপতিত্বে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন, ভারতের কুচবিহারের দিনহাটার উত্তর বাংলা চারুকলা সোসাইটির সেক্রেটারী রতীন্দ্র নাথ সাহা, চিত্রকল্পের আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।
‘সম্প্রীতির সুষমা’ যৌথ প্রদর্শনীতে ভারতের ৮ জন ও বাংলাদেশের ১২ জন শিল্পী অংশ নিয়েছেন। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্বাধীনতা যুদ্ধ, প্রকৃতি পরিবেশ নিয়ে আঁকা ২০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। উক্ত চিত্র প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত।

Comment here