সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রিমা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সে মারা যায়।
সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়াপাড়া গ্রামের এনামুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, মৃত রিমার বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করতো এবং রিমা পরিবারের অন্য সদস্যদের সাথে গ্রামের বাড়িতে থাকতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে রিমার বাবা-মা গ্রামের বাড়িতে আসে এবং তারপর থেকেই রিমা সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। রিমা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল মৃত রিমার নমুনা সংগ্রহ করেছেন এবং তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর রিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো কিনা তা নিশ্চিত হওয়া যাবে। তবে সামাজিক নিরাপত্তার জন্য ওই বাড়িটি লক-ডাউন করা হয়েছে।

Comment here

Facebook Share