গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচী।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি (এমপি)।
এসময় আরও উপস্থিত ছিলেন, গানাসাস এর সভাপতি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, কার্যকরি সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
উদ্বোধনী দিনে সংস্থার সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে গানাসাস শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comment here