মোঃ হুমায়ূন কবির স্টাফ, রিপোর্টার : পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ১৯/০৮/২০১৯ তারিখে গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে কালিয়াকৈর থানাধীন হরিনহাটি সাকিনন্থ ইকো গেইট হইতে পল্লীবিদ্যুৎ এ্যাপেক্স ফুটওয়্যারগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/মোঃ সবুজ (৪৫) পিতা-আঃ রহমান, শুক্কুর আলী, সাং-কাওয়াদি, থানা-পলাশ, জেলা-নরসিংদী, এ/পি-সাং-হরিনহাটি (ওয়াজ মন্ডল এর বাসার ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে।
১/মোঃ সবুজ এর হেফাজত থেকে ০১ (এক) কেজি গাঁজা এবং ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এসআই(নিঃ)/কাজী শাওন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ২০/০৮/২০১৯ইং তারিখে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন, মামলার নং-৪৩। ওপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন সাহেবের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোজাম্মেল হক এর নেতৃত্বে কালীগঞ্জ থানাধীন উলুখোলা সাকিনন্থ মিরের বাজার হইতে কাঞ্জন ব্রীজগামী সড়কের পূর্ব পার্শ্বে উলুখোলা বাইপাস সংলগ্ন রহমানিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/মোঃ কাউসার মিয়া (২৬) পিতা-মৃত বাতেন মিয়া, সাং-সেনপাড়া, ২/দীপংকর চন্দ্র মন্ডল (২০) পিতা-রিপন চন্দ্র মন্ডল, সাং-করান (সুজাপুর) ৩/তুষার পালমা (৪২) পিতা-মৃত সন্তুষ পালমা, সাং-দড়িপাড়া সর্ব থানা-গাজীপুরের কালীগঞ্জ, গ্রেফতার করে গ্রেফতার হওয়া ১/মোঃ কাউসার মিয়া এর হেফাজত থেকে ১০ (দশ) পিস, মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, ২/দীপংকর চন্দ্র মন্ডল এর হেফাজত হইতে ০৭ (সাত) পিস, মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, ৩/তুষার পালমা এর হেফাজত হইতে ০৫(পাঁচ) পিস, মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে এসআই(নিঃ)/রুমন দাস বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ২০/০৮/২০১৯ইং তারিখে কালীগঞ্জ থানার মামলা, দায়ের করেন। মামলার নং-১৭।
আসামীদের ব্যাপারে জানতে চাইলে গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন দৈনিক মুক্ত আওয়াজকে বলেন, সব আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Comment here