মোঃ হুমায়ূন কবির স্টাফ, রিপোর্টার : পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে ও আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক২২/০৮/২০১৯ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীম পরিদর্শক (নিঃ) মনিরুজ্জামান খান এর নেতৃত্বে জয়দেবপুর থানাধীন ভবানীপুর লুটিয়ারচালা সাকিনন্থ রং বসন্তি নামক একটি বাড়ীর ভিতরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১/মোঃ মাসুদ রানা (২৬) পিতা-মোঃ আমিরুল ইসলাম(৬০)সাং-বিকেবাড়ী, থানা-জয়দেবপুর সদর, জেলা-গাজীপুর, ২/ফারিয়া আক্তার (২২) পিতা-মোঃ জয়নাল আবেদীন(৫০) সাং-কাইঞ্জানুল, থানা-জয়দেবপুর সদর, জেলা- গাজীপুর দুইজনকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানাধীন ভবানীপুর লুটিয়ারচালা সাকিনন্থ রং বসন্তি নামক বাড়ীর ভিতরে প্রবেশ করিয়া নিচ তলায় এ-২ কক্ষে উপরোক্ত আসামীদ্বয়কে আপত্তিকর অবস্থায় পায় পরে তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে একেক সময় একেক কথা বলে।
তাহারা প্রথমে তাদেরকে স্বামী-স্ত্রী পরিচয় প্রদান করিলেও পরবর্তীতে তারা স্বামী-স্ত্রী নয় মর্মে স্বীকার করে। তাহারা কি উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করিতেছে এতদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলিয়া বিভ্রান্ত করে। তাহারা সর্বশেষ উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। প্রাথমিক ভাবে আসামীরা কোন ধর্তব্য অপরাধের সহিত জড়িত আছে মর্মে যথেষ্ট সন্দেহ হওয়ায় তাদেরকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে এস,আই(নিঃ) নাদিমুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-৯৮/১৯ ২৩/০৮/২০১৯ তারিখে ধারা-২৯০ পেনাল কোড দায়ের করেন।
Comment here