গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, সকালে পৌনে ৬টার দিকে গাজীপুরের মাঝুখান এলাকায় স্থানীয় ইসমাইলের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৭-৮টি ঝুট গুদামে রাখা ঝুট মালামাল, কাপড় ও ঢেউটিন পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।
Comment here