নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকার নারায়ন পুদ্দার (৫০) ও টাঙ্গাইল জেলার এক ২০ বছরের তরুণী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ন পুদ্দার ও ওই তরুণী কালিয়াকৈর উপজেলার দেওয়ারবাজার এলাকার একটি নির্জন স্থানে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতনাতে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে ওই স্থান থেকে তাদের আটক করে এলাকাবাসী।
পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে পুলিশ তাদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
Comment here