গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম ও তাদের ৯ মাস বয়সী মেয়ে আরবী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comment here