অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার। নিশ্চয়ই আল্লাহ অতীতের মতো এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমাদের বড় ভাইকে সুস্থ দেখতে চাই। আমিন।’
Comment here