সারাদেশ

গৃহকর্মীকে ধর্ষণ করে গ্রেপ্তার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. পারভেজ (৩২) নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানেবাড়ির মাবুল হকের ছেলে। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।

ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগী গৃহকর্মী থানায় এসে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গত মঙ্গলবার রাতে ঘরের সামনে থেকে তাকে মুখ চেপে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান পারভেজ। সেখানে থাকে ধর্ষণ করে পারভেজ পালিয়ে যান।

গত বুধবার ভুক্তভোগীর মামলার পর রাতে গোপন খবরের ভিত্তিতে পারভেজকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।

Comment here

Facebook Share