গোমস্তাপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ আটক-১ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গোমস্তাপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

জুলকার নাইন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৯০ বোতল ফেন্সিডিরসহ এক’জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গোমস্তাপুর খোসালপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মোঃ টানু ঘোষ ওরফে হুমায়ুন আলীর ছেলে মোঃ আলম (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এস,আই) মো.কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর খোসালপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল তল্লাসী চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, ফেন্সিডিল বহনকারী অনটেষ্ট
পাকিস্তানি C.G ১২৫সিসি C.D.I মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৩, তারিখ- ১৬ ডিসেম্বর ২০১৯ইং।

Comment here