গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।’ ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকেও সেখানে অভিযান চলছিল।

জানা গেছে, আটক অন্যরা হলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা নির্বাহী পরিষদের আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত।

এদিকে দলের সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রটারিসহ নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলাম। বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

Comment here