সারাদেশ

গ্যাস-বিদ্যুতের বিল এখন না দিলেও চলবে

নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুতের বিল দিতে ব্যাংকে না যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ সকল বিল পরে দিলেও চলবে। এ জন্য গ্রাহককে কোনো বিলম্ব মাশুল দিতে হবে না।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এমন নির্দেশনা দিয়ে জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময় জমা দিতে বিপুল পরিমাণ গ্রাহক ব্যাংকে একসঙ্গে গিয়ে জমা হয়। এভাবে অনেক মানুষ একসঙ্গে ব্যাংকে গিয়ে বিল দিতে গেলে করোনাভাইরাস বা ‘কোভিড–১৯’ সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে সরকার ‘গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালি) ২০১৪’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবাসিক গ্রাহকেরা কোনো রকম বিলম্ব মাশুল বা সার চার্জ ছাড়াই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের গ্যাস বিল আগামী জুন মাসের সুবিধাজনক সময় জমা দিতে পারবেন।

বিদ্যুত বিভাগ থেকেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আরেকটি চিঠি দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের চিঠিটি দেন উপসচিব আইরিন পারভিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিদ্যুতের আবাসিক গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করা সম্ভব হবে না। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিল কোনো রকম বিলম্ব মাশুল ছাড়া মে মাসে জমা নেওয়ার জন্য বিইআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে বলা হয়।

দেশে গ্যাস সংযোগ রয়েছে ৪০ লাখ। শুধুমাত্র তিতাস গ্যাসেরই রয়েছে সাড়ে ২৮ লাখ গ্রাহক। আর দেশের শতকরা ৯৬ শতাংশ মানুষের বাড়িতে রয়েছে বিদ্যুত সংযোগ।

Comment here

Facebook Share