গ্যাস সিলিন্ডারের চুলা বিস্ফোরণে ২ যুবক দগ্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

গ্যাস সিলিন্ডারের চুলা বিস্ফোরণে ২ যুবক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানা এলাকার শ্যামপুরে একটি টিনশেড বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. সজীব (২৪) ও হাফিজুল (২৩)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতদের বন্ধু জাকির হোসেন জানান, তারা একটি ওয়ার্কসপে কাজ করেন। গতকাল কাজ শেষে রুমে এসে রান্না শুরু করেন তারা। এ সময় গ্যাস সিলিন্ডারের চুলা বিস্ফোরণে ওই দুজন দগ্ধ হয়। পরে তাদের মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সজীবের শরীরে আপ শতাংশ এবং হাফিজুলের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধরা শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় একটি ওয়ার্কশপের শ্রমিক হিসেবে কাজ করেন।

Comment here