সারাদেশ

ঘরে থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‌‌‘ঘরে থাকুন, নিচে বাঁচুন, অপরকে বাঁচান।’

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানানোর সময় স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।’

এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজন মারা গেছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

এ সময় ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গতকাল বুধবার শনাক্ত হয়েছিল ৫৪ জন। তার আগের দিন শনাক্ত হয় ৪১ জন।

বাংলাদেশে করোনাবাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Comment here

Facebook Share