সারাদেশ

ঘাটাইলে পিকআপ ভর্তি গরু সহ পাঁচ চোর আটক

শহিদুল ইসলাম সোহেলঃ টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভর্তি গরু সহ ৫ চোর কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত চারটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ছোট ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার কাইডালা সাহাবাগপুর গ্রামের সাজু মিয়া, একই জেলার তুলসীপুরের মুক্তার হোসেন ও লাল চান, শেরপুর জেলার চিতোলীয়া এলাকার মাখন আলী, একই জেলার শ্রীবর্ধী থানার চাটপুর গ্রামের ফারুক হোসেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম  জানান, ঘাটাইল থানাধীন ধলাপাড়া পুলিশ ফাড়ির বিশেষ অভিযানে চোরাইকৃত ৪টি গরু ও ১টি পিকআপ গাড়ী (গাড়ীর নম্বর- ঢাকা মেট্রো ন- ১৬-১৯৮৫) সহ আন্তঃজেলা গরু চোরের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা।
আটক কৃত গরুচোরদের বিরুদ্ধে মামলা (মামলা নং-২, তারিখ-১৮/০১/২০২০) দায়ের করা হয়েছে বলে জানান তিনি।গরুর মালিক এখনো সনাক্ত করা যায়নি।

Comment here

Facebook Share